বুধবার (১ নভেম্বর) র্যাব-১ রাজধানীর উত্তরা এলাকা এর অভিযান চালিয়ে থেকে তাকে আটক করে। এ সময় তার কাজ থেকে ১৫০টি ক্রেডিট কার্ড জব্দ করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক মানি ট্রান্সফারের নামে বিদেশি ক্রেডিট কার্ডের মাধ্যমে অর্থ পাচার করে আসছিল একটি চক্র। র্যাবের একটি টিম অভিযান চালিয়ে উত্তরা থেকে চক্রের এক সদস্যকে আটক করে।
তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসজেএ/জিপি