বুধবার (০১ নভেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রেজাউল করিম এই আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত নাছের আলী শেখ নাটোরের সিংড়া উপজেলার সরকারপাড়া গ্রামের মৃত নঈমুদ্দিন শেখের ছেলে।
নাটোর জজ কোর্টের পাবলিক প্রসিউকিটর (পিপি) অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাংলানিউজকে জানান, ২০০৫ সালের ২০ এপ্রিল রাতে নাছের আলী শেখ রাজশাহী থেকে বরিশালগামী একটি বাসে করে নাটোরে ফিরছিলেন। পরদিন সকালে বাসটি নাটোর শহরের হুগোলবাড়িয়া এলাকার স্টেশন রেলগেইটে পৌঁছালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা বাসটি তল্লাশী করে নাসের আলীর বসা সিটের নিচে থেকে ২০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করেন। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বাদী হয়ে ওইদিন বিকেলে নাটোর সদর থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। পরে মামলাটি নিজেই তদন্ত করে আদালতে চূড়ান্ত চার্জশিট দাখিল করেন। মামলার সাক্ষ্য প্রমাণ শেষে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক তাকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেন।
মামলায় রাষ্ট্র পক্ষে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম এবং আসামি পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আলী আজগর খান।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনটি