ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় দুই জিনের বাদশা কারাগারে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
বগুড়ায় দুই জিনের বাদশা কারাগারে

বগুড়া: বগুড়ার ধুনট উপজেলায় পিতলের নকল মূর্তিসহ জিনের বাদশা পরিচয়দানকারী প্রতারক চক্রের দুই সদস্যকে আটকের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (১ নভেম্বর) দুপুরে আটককৃতদের ওই ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠিয়ে দেন।
 
এর আগে মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সোনাহাটা বাজার এলাকায় স্থানীয়রা তাদের আটক করে পুলিশ সোপর্দ করে।

 
 
আটককৃতরা হলেন-নেত্রকোনার আটপাড়া উপজেলার বানিয়াজান গ্রামের আব্দুল আওয়াল খানের ছেলে রফিকুল ইসলাম রিপন (৩৫) ও চট্রগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার খাকরিয়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে শামছুল ইসলাম (৪৫)।
 
ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন কুমার কুণ্ডু বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারক চক্রের সদস্য রফিকুল ও শামছুল নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে সহজ-সরল অনেক মানুষের ক্ষতি করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
 
স্থানীয়রা জানান, উপজেলার সোনাহাটা বাজার এলাকার শাহাদত হোসেনের সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় রফিকুল ইসলাম রিপনের। প্রায় একসপ্তাহ ধরে মোবাইল ফোনে আলাপচারিতায় রফিকুল নিজেকে জিনের বাদশা পরিচয় দেয়। শাহাদতের ওপর জিনের বাদশার সুদৃষ্টি পড়েছে বলে জানায় রফিকুল। কথিত জিনের বাদশা রফিকুল নিজে থেকে শাহাদতের সঙ্গে দেখা করতে চায়।
 
মঙ্গলবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে রফিকুল ও তার সহযোগী শামছুল শাহাদতের বাড়িতে আসে। তারা পিতলের তৈরি একটি নকল মূর্তিকে সোনার মূর্তি বলে শাহাদতের নিকট ২ লাখ টাকা দাবি করে। এই মূর্তির ভেতর জিনের বাদশার আত্মা রয়েছে। বাড়িতে এই মূর্তি থাকলে অনেক অর্থ সম্পদের মালিক হওয়া সম্ভব বলে দাবি করে তারা।
 
তাদের এসব কথাবার্তা শোনার পর শাহাদতের সন্দেহ হয়। পরে কৌশলে তাদের আটক করে শাহাদত থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাদের আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় শাহাদত হোসেন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
 
বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
এমবিএইচ/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।