বুধবার (১ নভেম্বর) দুপুরে সদর উপজেলার ডুমরাশুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাজু জেলার কোটালীপাড়া উপজেলার চিটাবাড়ি গ্রামের নরোত্তম মৃধার ছেলে।
আহতরা হলেন-টিটো বৈদ্য (২৪) ও রথীন হালদার (২০)। তাদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. সাজেদুর রহমান জানান, রাজু, টিটো ও রাথীন মোটরসাইকেলে করে কোটালীপাড়ার ভাংগারহাট থেকে সদর উপজেলার পাটকেলবাড়ি আসছিলেন। এসময় একটি ট্রাক পেছন থেকে মোটারসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই রাজু নিহত হন। এতে আহত হন অপর দু’জন।
ট্রাকসহ চালক বসিরউদ্দিন জোয়ার্দারকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসআই