ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শ্যামলীতে আট ছিনতাইকারী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
শ্যামলীতে আট ছিনতাইকারী আটক শ্যামলীতে আট ছিনতাইকারী আটক, ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর শ্যামলী শিশুমেলা এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের আট সদস্যকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে তিনটি ডেগার, দু'টি চাকু ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) দুপুরে আটকের বিষয়টি বাংলানিউজকে জানান র‌্যাব-২ এর অপারেশন অফিসার সিনিয়র এএসপি রবিউল ইসলাম।

আটককৃতরা হলেন বাবুল (৪৫), রিফাত আহমেদ (১৯), সুজন (১৮), শীলন (২০), শাহ আলম (১৮), আল আমিন (১৮), মোশাররফ হোসেন (২৮) ও জালাল (২২)।

রবিউল ইসলাম জানান, চক্রটি দিনের বেলায় ছোট ছোট দলে বিভক্ত হয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল, ল্যাপটপ, ভ্যানিটি ব্যাগসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনতাই করতো। এছাড়া, রাতের বেলা তারা নির্দিষ্ট ফ্ল্যাটে গ্রিল কেটে ও তালা ভেঙে প্রবেশ করে ডাকাতি করতো।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।