এ উপলক্ষে বুধবার (০১ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী। পরে একটি র্যালি বের করা হয়।
পরে ‘যুব উন্নয়ন অধিদফতরের যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপ-পরিচালক মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজুরী চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রাশেদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক তরুণ ভট্টাচার্য, সহকারী পুলিশ সুপার মো. আব্দুল কাদের। পরে প্রধান অতিথি প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ঋণের চেক ও সনদ বিতরণ করেন।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আইএ