জানা যায়, উপজেলার জগদাশ এলাকায় অটোরিকশার নিচে চাপা পড়ে রিফাত সরদার (৫) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। রিফাত উপজেলার জগদাশ গ্রামের মো. শহিদ সরদারের ছেলে।
অপরদিকে উপজেলার মির্জাপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় অসিম হালদার নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অসিম উপজেলার রসুলপুর গ্রামের বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোবারক হোসেন বাংলানিউজকে জানান, বুধবার দুপুরে পৃথক এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৭
আরএ