ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
ময়মনসিংহে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু ময়মনসিংহে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু

ময়মনসিংহ: ময়মনসিংহে ৭ দিনব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। এ মেলা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। বুধবার (০১ নভেম্বর) সকাল ১১টায় জেলা ক্রীড়া সংস্থার জিমনেশিয়ামে আয়কর মেলার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান। 

ময়মনসিংহ কর অঞ্চলের কর কমিশনার জি.এম.আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার (এসপি) সৈয়দ নুরুল ইসলাম, এফবিসিসিআই’র তিন বারের সাবেক পরিচালক আমিনুল হক শামীম, বাংলাদেশ ট্যাক্স ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (বিটিএলএ) উপ-মহাসচিব অ্যাডভোকেট সাদিক হোসেন।  

উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, বর্তমানে এ কর অঞ্চলে ইটিআইএন-ভুক্ত করদাতার সংখ্যা ১ লাখ ২১ হাজার ৪১৫ জন।

২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত এ সংখ্যা ছিল ৬৪ হাজার ৯০০ জন। ২০১৭-১৮ অর্থ বছরে কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৭০ কোটি টাকা।  

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭ 
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।