ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

শিবচরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ যুবকের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৫ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
শিবচরে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ যুবকের কারাদণ্ড

মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে দুই যুবককে ১৫ দিনের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (০১ নভেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের সাজা দেওয়া হয়।

জানা যায়, উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের হাজেরা খাতুন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্ত্যক্ত করতেন একই এলাকার এনায়েত ও রানা।

সকালে ওই স্কুলছাত্রী বিদ্যালয় থেকে বাড়ি ফেরার সময় এনায়েত ও রানা মেয়েটির গতিরোধ করে উত্ত্যক্ত করতে থাকেন। এসময় মেয়েটির চিৎকারে স্থানীয়রা এগিয়ে গিয়ে এনায়েত ও রানাকে আটক করে পুলিশে দেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরান আহমেদ এনায়েত ও রানাকে ১৫ দিন করে কারাদণ্ডাদেশ দেন।

ইউএনও ইমরান আহমেদ বাংলানিউজকে জানান, প্রশাসন ইভটিজিংয়ের ব্যাপারে কঠোর অবস্থানে রয়েছে। যেখানেই এ ধরনের ঘটনা ঘটবে সেখানেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। যাতে মেয়েরা নির্বিঘ্নে স্কুল-কলেজে যাওয়া-আসা করতে পারে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।