ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

মনপুরায় টেম্পো উল্টে ৮ জেডিসি পরীক্ষার্থী আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
মনপুরায় টেম্পো উল্টে ৮ জেডিসি পরীক্ষার্থী আহত মনপুরায় টেম্পো উল্টে ৮ জেডিসি পরীক্ষার্থী আহত

ভোলা: ভোলার মনপুরায় পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে টেম্পো উল্টে ৮ জেডিসি পরীক্ষার্থীসহ ৯জন আহত হয়েছে।  

বুধবার (১ নভেম্বর) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ভূইয়ারহাট সংলগ্ন বাইপাস রাস্তার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত পরীক্ষার্থীরা হলো-আকলিমা, খাদিজা, লাইজু, রেহানা, তানজু, মুজাহিদ ইকবাল, লোকমান,  জোৎসনা ও পরীক্ষাথীর আত্মীয় ফাজিল শিক্ষার্থী রাবেয়া।

আহত পরীক্ষার্থীরা উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বদিউজ্জামান মাদ্রাসার শিক্ষার্থী। এদের সবার বাড়ি ওই ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে।

আহত পরীক্ষার্থীদের মধ্যে মুজাহিদ ইকবাল ও আত্মীয় ফাজিল শিক্ষার্থী রাবেয়াকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আহত শিক্ষার্থীরা ও শিক্ষক আহম্মেদ উল্লা জানান, ইঞ্জিনচালিত টেম্পোটি বাইপাস সড়কে মোড় ঘোরার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে টেম্পোটি উল্টে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এদিকে আহত পরীক্ষার্থীদের দেখতে হাসপাতালে ছুটে যান, পরীক্ষার দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশিকুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান, মনপুরা প্রেসক্লাব সভাপতি মো. আলমগীর হোসেন, মনপুরা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ফরহাদ হোসেনসহ অন্যান্যরা।

মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত আবাসিক চিকিৎসক মো. জাকির হোসেন বলেন, আহতরা সবাই হাত,পা ও মাথায় আঘাত পেয়েছে। সবাইকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ০১ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।