বুধবার (০১ নভেম্বর) দুপুরে পপি পার্ট মিলনায়তনে কর্মশালার উদ্বোধন করেন পপি এলনা প্রকল্পের লিড অ্যাক্টর মো. শাহাবুদ্দিন।
তৃষ্ণা সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে কর্মশালায় হিউম্যানিটারিয়ান লিড অ্যাক্টরদেরকে (মানবিক পক্ষসমূহ) হিউম্যানিটারিয়ার স্ট্যান্ডার্ড (মানবিক কর্মকাণ্ডে মূল আদর্শমান) এর ওপর ধারণা দেওয়া হয়।
তৃষ্ণার নির্বাহী পরিচালক তরিকুল আলমের সঞ্চালনায় কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন- সুনামগঞ্জ ইরার টিমলিডার কামরুজ্জামান।
কর্মশালায় পপি এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক শেখ কামরুল হোসেন, প্রকল্প কর্মকর্তা সামচুন নাহার, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি সাইফউদ্দীন আহমেদ লেনিন উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৭
এনটি