বুধবার (০১ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে। ওই প্রেমিক যুগলের নাম পরিচয় জানা যায়নি।
স্থানীয় কয়েকজন নির্মাণ শ্রমিকের সঙ্গে কথা বলা জানা যায়, ওই প্রেমিক যুগল কিছুক্ষণ ব্রিজের উপর দাড়িয়ে ছিলেন। এরপর প্রথমে মেয়েটি ও পরে ছেলেটি মাঝ নদীতে ঝাঁপ দেয়। এরপর তীর থেকে তারা নৌকা নিয়ে মাঝ নদীতে গিয়ে তাদের সন্ধান করেন। কিন্তু তাদের পাওয়া যায়নি। পরে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও নৌ-পুলিশের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন।
হাসনাবাদ নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) রবিউল হক বাংলানিউজকে বলেন, বিকেলে ব্রিজের উপর থেকে প্রথমে এক তরুণী নদীতে ঝাঁপ দেয়। এরপরই এক তরুণ ঝাঁপ দেয়। ধারণা করা হচ্ছে, তারা প্রেমিক যুগল। কোন কারণে হতাশ হয়ে তারা আত্মহত্যা করার জন্য নদীতে ঝাঁপ দিয়েছেন।
বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এনটি