ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

জন্মদিনের ভালবাসায় সিক্ত ফরিদা ইয়াসমীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
জন্মদিনের ভালবাসায় সিক্ত ফরিদা ইয়াসমীন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীনকে ফুলেল শুভেচ্ছা জানানো হচ্ছে।

ঢাকা: জন্মদিন উদযাপন অনুষ্ঠানে সবার ভালবাসায় সিক্ত হলেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমীন। তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন সাংবাদিক থেকে শুরু করে তাঁর স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের সহপাঠীরা। জাতীয় প্রেসক্লাবের ইতিহাসে তিনিই প্রথম নারী সাধারণ সম্পাদক।

বুধবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ‘আপনজন’ এ অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক আইনুল হক মুন্না।



দৈনিক ইত্তেফাকের শিফট ইন-চার্জ ফরিদা ইয়াসমীনের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- কবি ও গীতিকার কে.জি. মোস্তফা, কবি হেলাল হাফিজ, সিনিয়র সাংবাদিক সৈয়দ আখতার ইউসুফ, বাসস’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, বাংলাদেশ পোস্টের প্রধান সম্পাদক শরীফ সাহাবুদ্দিন, সিনিয়র সাংবাদিক সুভাষ চন্দ বাদল, অনলাইন মিডিয়া পূর্ব-পশ্চিম এর প্রধান সম্পাদক পীর হাবিবুর রহমান, জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য কুদ্দুস আফ্রাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি শাবান মাহমুদ প্রমুখ।

ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান- ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিতা বিভাগের প্রফেসর গীতিআরা নাসরিন, জাতীয় প্রেসক্লাবের পক্ষ থেকে কুদ্দুস আফ্রাদ, শামসুদ্দিন আহমেদ চারু, মাইনুল আলম, ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশনের (ইমক্যাব) সাধারণ সম্পাদক সুকুমার সরকার ও ট্রেজারার আতাউর রহমান, বাংলাদেশ সাংবাদিক অধিকার ফোরামের পক্ষ থেকে কবি আবদুল মান্নান, বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের পক্ষ থেকে শাহীন চৌধুরী ও আহমেদ সেলিম রেজা, সরগম সম্পাদক কাজী রওনাক হোসেন ও বিভিন্ন সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
এসএস/জেডএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।