বুধবার (০১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরোপুরি নেভাতে অন্তত আরও আট ঘণ্টা লাগতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিস সংশ্লিষ্টদের।
এর আগে, বিকেল সাড়ে ৫টার দিকে এ আগুনের সূত্রপাত হয়। মিলে ভেতরে বিশাল বড় আকারের পাটবোঝাই একটি গুদামে আগুন ছড়িয়ে পড়ে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদ রাত পৌনে ১০টায় বাংলানিউজকে বলেন, ফায়ার সার্ভিসের খুলনা, যশোর, নওয়াপাড়া ও মণিরামপুর স্টেশনের মোট আটটি ইউনিটের কর্মীরা প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে পাটের আগুন হওয়ায় পানি দিয়ে নিভিয়ে গাইট বের করতে অনেক সময় নিচ্ছে, এজন্য পুরোপুরি আগুন নেভানো অনেক সময়ের ব্যাপার।
আগুনের উৎপত্তি এবং ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা বলেন, আগুন পুরোপুরি নেভানোর পরে প্রত্যক্ষদর্শী এবং মিল কর্তৃপক্ষের বর্ণনা শুনে তদন্ত করে বলা যাবে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১০১৯ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এএটি