বুধবার (১ নভেম্বর) রাত সাড়ে সাতটার দিকে উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মাছ ব্যবসায়ী মো. মমিন (৫০) তার স্ত্রী লুবনা বেগম (৪৪) ও শিশু কন্যা সাজিদা (৯)।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন বাংলানিউজকে জানান, বাড়ৈখালি ইউনিয়নের শ্রীধরপুর গ্রামে তিনজন বিষপানে আত্মহত্যা করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ধারণা করা যাচ্ছে পারিবারিক কলহের জের এ আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান ওসি আলমগীর হোসেন।
বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরআইএস/