ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত 

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় তুচ্ছ ঘটনার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্বাস আলী (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় মারুফ হাসান নামে এক শিক্ষার্থী আহত হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর জামতলা এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহত উপজেলার মহিপুর জামতলার ইজার উদ্দিনের ছেলে।

 

আহত মারুফ শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। সে একই এলাকার মাসুদ রানার ছেলে।

স্থানীয়রা জানান, জামতলা এলাকার শাকিলের দোকান থেকে আব্বাস আলী একটি মোবাইল ফোন কিনে। হঠাৎ মোবাইলে সমস্যা দেখা দিলে রাতেই শাকিলের দোকানে যান আব্বাস আলী ও মারুফ হাসান। মোবাইলটি ফেরত দেওয়া নিয়ে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে শাকিলের পক্ষে আলামিনের নেতৃত্বে ৫-৬ জন যুবক তাদের ওপর হামলা চালিয়ে ছুরিকাঘাত করে। এসময় আব্বাস আলী গুরুতর আহত হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

শেরপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি-তদন্ত) বুলবুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে। তবে আটক ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০১১৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৭
এমবিএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।