ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর সহায়তা পেলো ৫০ অসহায় নারী- পুরুষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৭
প্রধানমন্ত্রীর সহায়তা পেলো ৫০ অসহায় নারী- পুরুষ প্রধানমন্ত্রীর সহায়তা পেলো ৫০ অসহায় নারী- পুরুষ। ছবি: বাংলানিউজ

নেত্রকোনা: নেত্রকোনার আটপাড়া ও কেন্দুয়া উপজেলার অসহায় হতদরিদ্র ৫০ জন নারী- পুরুষকে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

বুধবার (০১ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল আনুষ্ঠানিকভাবে সুবিধাভোগীদের হাতে এ সহায়তা পৌঁছে দেন।

এ বিষয়ে অসীম কুমার বাংলানিউজকে বলেন, মানবিক দিক বিবেচনা করে ৫০জন অসহায় হতদরিদ্রকে ১২ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছেন প্রধানমন্ত্রী।

কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে সহায়তা দেওয়ার সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক অপু উকিল, কেন্দুয়া পৌর মেয়র আসাদুল হক ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল কাদির ভূঁইয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০২০১  ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
এসআইজে/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।