বুধবার (১ নভেম্বর) রাত ১০ টার দিকে গুরুতর অবস্থায় ওই শিশুকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে হস্তান্তর করা হয়েছে।
সন্ধ্যায় উপজেলার বামানি গ্রামে এ ঘটনা ঘটে।
পিয়াস রায়পুরের বামনি গ্রামের মো. সোহেলের ছেলে। অভিযুক্ত রাকিব একই গ্রামের তৌহিদুর রহমানের ছেলে।
শিশুর বাবা সোহেল জানায়, সন্ধ্যা দিকে বাড়ির সামনে থেকে তার ছেলে পিয়াসকে চকলেটের লোভ দেখিয়ে নিয়ে বস্তায় ভরে নির্যাতন করে বখাটে রাকিব। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে দ্রুত উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী সদর হাসপাতালে হস্তান্তর করেন। এ ঘটনার পর বখাটে রাকিব মামলা না করার জন্য হুমকি দিয়েছেন।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক মো. নাছির বাংলানিউজকে বলেন, শিশুটির চোখে মুখে মারাত্মক জখম হয়েছে। উন্নত চিকিৎসার জন্য তাকে নোয়াখালীতে পাঠানো হয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বলেন ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০৫৩০ ঘণ্টা, নভেম্বর ০১, ২০১৭
আরআইএস/