বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে উপজেলার গোপালপুর ইউনিয়নের শিবপুর বালাচড়া নিজ বাড়ি হতে তাকে গ্রেফতার করা হয়। আসামি ফরহাদ হোসেন গোপালপুর বালাচড়া গ্রামের মাসুদার রহমানের ছেলে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতারুজ্জামান প্রধান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, গ্রেফতার ফরহাদ যৌতুক মামলার দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে তার নিজ বাড়ি থেকে গ্রফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
জিপি/