ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জামালপুরে মাদক সেবীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২১ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
জামালপুরে মাদক সেবীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ জামালপুরে মাদক সেবীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ

জামালপুর: জামালপুরে পুলিশ সুপারের কার্যালয়ে ২০০ জন মাদক বিক্রেতা ও মাদক সেবী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে তারা পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমানের কাছে আত্মসমর্পণ করেন।

জেলা পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান।

এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা প্রশাসক আহমদ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মদ চৌধুরী, আশেক মাহামুদ কলেজের অধ্যক্ষ মোস্তাইন বিল্লাহ ফারুকী, পৌর মেয়র মীর্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।  

এসপি দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, জেলার ২শ জন মাদক বিক্রেতা ও মাদক সেবী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। তারা আর কখনোই মাদক সেবন বা বিক্রি করবে না বলে অঙ্গীকার করে।

বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০‌১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।