বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে তারা পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমানের কাছে আত্মসমর্পণ করেন।
জেলা পুলিশ সুপার (এসপি) দেলোয়ার হোসেনের সভাপতিত্বে আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন পুলিশের অতিরিক্ত আইজিপি (প্রশাসন) মোখলেছুর রহমান।
এতে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- জামালপুর জেলা প্রশাসক আহমদ কবীর, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহম্মদ চৌধুরী, আশেক মাহামুদ কলেজের অধ্যক্ষ মোস্তাইন বিল্লাহ ফারুকী, পৌর মেয়র মীর্জা সাখাওয়াতুল আলম মনি প্রমুখ।
এসপি দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, জেলার ২শ জন মাদক বিক্রেতা ও মাদক সেবী স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে। তারা আর কখনোই মাদক সেবন বা বিক্রি করবে না বলে অঙ্গীকার করে।
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
জিপি