বৃহস্পতিবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) শেখ জহিরুল হক বাংলানিউজকে বলেন, ভোরে কাওলা ফুটওভার ব্রীজের পাশের রাস্তায় অজ্ঞাত যানবাহনের চাপায় ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার পরনে ছিল সাদা পাঞ্জাবি।
নিহত ব্যক্তির নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান এসআই শেখ জহিরুল হক।
বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এজেডএস/এসআরএস