ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পরীক্ষা কেন্দ্রে হট্টগোল করে আ’লীগ নেতা জেলে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
পরীক্ষা কেন্দ্রে হট্টগোল করে আ’লীগ নেতা জেলে

কুষ্টিয়া: কুষ্টিয়ায় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা চলাকালে জোরপূর্বক কেন্দ্রে প্রবেশের অপরাধে রুহুল আলম বিশ্বাস নামে এক আওয়ামী লীগ নেতাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে জেলার মিরপুর উপজেলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। রুহুল আলম বিশ্বাস উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজিজুল হক বাংলানিউজকে জানান, পরীক্ষা শুরুর কিছুক্ষণ পর রুহুলের নেতৃত্বে কয়েকজন কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন। পুলিশ বাধা দিলে হট্টগোলের সৃষ্টি হয়। পরে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে। আদালতের বিচারক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম জামাল আহমেদ ১০ দিনের কারাদণ্ড দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বাংলানিউজকে জানান, পরীক্ষা কেন্দ্রে গোলযোগ সৃষ্টির অপরাধে ‘পাবলিক পরীক্ষাসমূহ আইন ১৯৮০’ ধারায় ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২৪৩০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।