বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্ত দোকানদার আজম বাংলানিউজকে জানান, তার দোকানে আগুন লেগে প্রায় পাঁচ থেকে ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে। দোকান থেকে কোনো মালামাল উদ্ধার করা যায়নি।
আরেক দোকানদার ফখরুল জানান, আগুনে তার চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ১৫-১৬ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে জানান তিনি।
স্থানীয়দের দাবি পার্শ্ববর্তী বাসিন্দা জসিমের বাসার মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
রাঙামাটি পৌর ওয়ার্ড কাউন্সিলর মো. জামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, কোথা থেকে আগুনের সূত্রপাত হয়েছে তা এখনো জানা যায়নি।
রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরুপণ করা হয়নি।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এনটি