ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে র‌্যাব-৮ এর ক্যাম্প হচ্ছে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৫ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
সুন্দরবনে র‌্যাব-৮ এর ক্যাম্প হচ্ছে সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করছে র‌্যাব-৮ এর একটি টিম

পাথরঘাটা (বরগুনা): জলদস্যু, বনদস্যু, হরিণ শিকারসহ সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড বন্ধে সুন্দরবনে শীঘ্রই র‌্যাব-৮ এর ক্যাম্প হচ্ছে।

ক্যাম্প স্থাপনের উদ্দেশে মঙ্গলবার (০৭ নভেম্বর) থেকে বৃহস্পতিবার (০৯ নভেম্বের) পর্যন্ত সুন্দরবনের সুপতি, কচিখালী, কটকা, সুখতারা ও শ্যালা এলাকাসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেছে র‌্যাব-৮ এর একটি টিম।

বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক হাসান ইমন আল রাজীব বাংলানিউজকে বলেন, সুন্দরবন কেন্দ্রিক বঙ্গোপসাগর ও জলদস্যু, বনদস্যু, হরিণ শিকারসহ সকল প্রকার অপরাধ কর্মকাণ্ড বন্ধে সুন্দরবনে র‌্যাবের একটি স্থায়ী ক্যাম্প স্থাপনের প্রয়োজন।

সে লক্ষে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সুন্দরবনের বিভিন্ন এলাকা পরিদর্শন করা হয়েছে। পরিদর্শনের প্রতিবেদন মহাপরিচালককে (ডিজি) অবহিত করে স্থান নির্ধারণের সিদ্ধান্ত হবে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বাংলানিউজকে বলেন, পাথরঘাটা থেকে ১০০ কিলোমিটার পূর্ব-পশ্চিমে সুন্দরবনের কটকায় র‌্যাবের ক্যাম্প স্থাপন করা হলে অপরাধীদের ধরতে যেমন সহজ হবে, তেমনি অপরাধীরা খুব সহজে দস্যুতা করতে পারবে না।

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।