জমির খতিয়ান, প্রিন্ট পর্চা ও নকশা হাতে পাওয়ায় এখন আর অধুনালুপ্ত ছিটমহলবাসীর জমি কেনাবেচার জন্য রেজিস্ট্রি সম্পাদন, মালিকানা হস্তান্তর, ব্যাংক ঋণ সুবিধা পেতে কোনো বাধা রইলো না।
বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার ভূমি মালিকদের মাঝে ৩৩৭৬টি খতিয়ান, প্রিন্ট পর্চা ও নকশা বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়।
এসব প্রয়োজনীয় দলিল-পত্র হাতে পেয়ে দাসিয়ারছড়ার বাসিন্দা কালীকান্ত রায় (৭০) ও জুলহাস মণ্ডল (৬৫) বাংলানিউজকে বলেন, জমি-জমা ভোগদখল করে এলেও পূর্ণাঙ্গ মালিকানার কোন কাগজপত্র ছিলো না আমাদের কাছে। ৭০ বছর পর কাগজে কলমে জমির পূর্ণাঙ্গ মালিক হলাম। জমির মালিকানার স্বত্ত্ব হাতে পেয়ে আমরা যেন স্বর্গ হাতে পেলাম।
সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটি বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক এবং দাসিয়ারছড়ার অধিবাসী গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়াবাসী খুশিতে আত্মহারা। আগে দাসিয়ারছড়ায় জমি কেনাবেচা হতো মুখে মুখে বা সাদা কাগজে স্বাক্ষর করে। ফলে জমি-জমা সংক্রান্ত বিরোধ লেগেই থাকতো। এখন থেকে জমি কেনাবেচায় রেজিস্ট্রি সম্পাদন, মালিকানা হস্তান্তর, ব্যাংক ঋণ গ্রহণসহ যাবতীয় কাজ করতে পারবো।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবেন্দ্রনাথ উরাঁও বাংলানিউজকে বলেন, ছিটমহল বাংলাদেশ হওয়ার পর সরকারিভাবে প্রাক জরিপ শেষে জমির প্রকৃত মালিক শনাক্ত করার জন্য ২০১৫ সালের অক্টোবর মাসে মাঠ রেকর্ড শুরু হয়েছিল। এরই ফলশ্রুতিতে দুই বছর পর ভূমি মালিকানার স্বত্ত্বলিপি স্বরূপ খতিয়ান, প্রিন্ট পর্চা ও নকশা হস্তান্তর উদ্বোধন হয়েছে।
দাসিয়ারছড়া কমিউনিটি রিসোর্স সেন্টারে ফুলবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা সেটেলমেন্ট অফিসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জমির কাগজপত্র বিতরণের উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ ফেরদৌস খান।
রংপুর জোনাল সেটেলমেন্ট অফিসার আব্দুর রফিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম ও উপজেলা নির্বাহী অফিসার দেবেন্দ্রনাথ উরাঁও, উপজেলা চেয়ারম্যান নজির হোসেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান বাবু, কাশিপুর ইউপি চেয়ারম্যান গোলজার হোসেন মণ্ডল, সাবেক ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির সভাপতি মইনুল হক, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, দাসিয়ারছড়া ইউনিটের সভাপতি আলতাফ হেসেন প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
এফইএস/জেডএম