নওগাঁ: নওগাঁর পোরশায় ওমর ফারুক (৯) নামে নামে এক মাদ্রাসা ছাত্র ১৩ দিন ধরে নিখোঁজ রয়েছে।
ফারুক উপজেলার শিশা বাজার পাড়া এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে এবং শিশা বাজার হাফেজিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র।
ফারুকের পরিবারিক সূত্রে জানা যায়, ২৮ অক্টোবর (শনিবার) ফারুক মাদ্রাসা যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর বাড়ি ফেরেনি।
পরে শিশা বাজার হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক তামিম মো. হবিবর রহমানকে জানালে তিনি জানান ওইদিন ফারুক মাদ্রাসায় আসেনি। এ ঘটনায় নিখোঁজ ফারুকের বাবা ২ নভেম্বর (বৃহস্পতিবার) পোরশা থানায় জিডি করেন।
পোরশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেরুল হক বাংলানিউজকে জানান, নিখোঁজ ফারুকের বাবা থানায় জিডি করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
আরবি/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।