বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে খাগড়াছড়ি এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারে এ প্রশিক্ষণের সমাপনীতে আমর্ড পুলিশ ব্যাটালিয়নের প্রধান পুলিশের অতিরিক্ত ডিআইজি সিদ্দিকুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন।
এপিবিএন বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অধিনায়ক, অতিরিক্ত ডিআইজি আরঙ্গজেব মাহবুব-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে খাগড়াছড়ির পুলিশ সুপার আলী আহম্মদ খাঁন, এসটিসি’র অতিরিক্ত পুলিশ সুপার হ্লা চিং প্রু, প্রশিক্ষক সহকারী পুলিশ সুপার (এএসপি) আফতাব উদ্দিন, প্রশিক্ষণার্থীদের পক্ষ থেকে সহকারী পুলিশ সুপার (এএসপি) সাকিল হোসেন সিদ্দিকী, উপ পরিদর্শক (এসআই) মো. উল্লাহ বক্তব্য রাখেন।
মাসব্যাপী আয়োজিত এ বিশেষ প্রশিক্ষণে পুলিশের কনস্টেবল থেকে এএসপি পদ মর্যাদার ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।
বাংলাদেশ সময়: ১৬১২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
টিএ