ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গফরগাঁওয়ে সিএনজি অটোরিকশা চাপায় শিক্ষক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
গফরগাঁওয়ে সিএনজি অটোরিকশা চাপায় শিক্ষক নিহত

ময়মনসিংহ: ময়মনসিংহের গফরগাঁওয়ে সিএনজিচালিত অটোরিকশা চাপায় আব্দুল হক (৬৫) নামে এক স্কুলশিক্ষক নিহত হয়েছেন।

তিনি স্থানীয় টাঙ্গাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক।  

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে গফরগাঁও উপজেলা পরিষদ সংলগ্ন ময়মনসিংহ-হোসেনপুর খান বাহাদুর ইসমাইল সড়কে এ দুর্ঘটনা ঘটে।



গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহাবুব আলম বাংলানিউজকে জানান, পেনশনের টাকা তুলতে তিনি ব্যাংকে যাচ্ছিলেন।  

এ সময় রাস্তা পার হবার সময় বেপরোয়া গতির একটি সিএনজি অটোরিকশা তাকে চাপা দেয়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭ 
এমএএএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।