বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে কংকালটি উদ্ধার করা হয়।
দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে দুপুরে আজমপুর সুপার মার্কেটের পিছনে বায়তুল হক জামে মসজিদের গলির একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে কংকালটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, এটি কোনো নারী না পুরুষের কংকাল তা বোঝা যাচ্ছে না। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
ময়নাতদন্তের জন্য কংকালটি মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এএ