ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে নারীসহ ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
হবিগঞ্জে নারীসহ ২ মাদক বিক্রেতার কারাদণ্ড

হবিগঞ্জ: হবিগঞ্জে নারীসহ দুই মাদক বিক্রেতাকে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) বিকেল পৌনে ৫টায় হবিগঞ্জের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান খান এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শহরতলীর বহুলা গ্রামের সুলতান মিয়ার ছেলে ফুল মিয়া (৫০) ও একই এলাকার রুমান মিয়ার স্ত্রী সাথী আক্তার (৩০)।

 

হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. খায়রুল আলম বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে বহুলা গ্রামের রুমান মিয়ার বাড়িতে ইয়াবা সেবনরত অবস্থায় ফুল মিয়া ও সাথীকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক সাথী আক্তারকে ছয় মাস এবং ফুল মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তানভীর হোসেন খান এবং উপ পরিদর্শক সিদ্দিকুর রহমানসহ আনসার সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।