ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিআ্যান্ডএফ কর্মচারীকে আটকের প্রতিবাদে কর্মবিরতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৪ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
সিআ্যান্ডএফ কর্মচারীকে আটকের প্রতিবাদে কর্মবিরতি সিআ্যান্ডএফ কর্মচারীকে আটকের প্রতিবাদে কর্মবিরতি

বেনাপোল (যশোর): বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় ট্রাক থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দের ঘটনায় সিআ্যান্ডএফ কর্মচারী আটকের প্রতিবাদে কর্মবিরতি শুরু করেছে ব্যবসায়ীরা। 

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে পোর্ট থানা পুলিশ তাকে গ্রেফতার করলে সিআ্যান্ডএফ ব্যবসায়ীরা কর্মবিরতি শুরু করলে বন্ধ হয়ে যায় বাণিজ্যিক কার্যক্রম।

এদিকে কর্মবিরতির ফলে বিকাল ৫টা থেকে বেনাপোল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরের সঙ্গে  বন্ধ রয়েছে আমদানি-রফতানি।

ফলে আটকা পড়েছে পণ্যবাহী ট্রাক। বেনাপোল কাস্টমস হাউজের সামনে সিআ্যান্ডএফ কর্মচারীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল বের করে।

জানা যায়, বুধবার (০৮ নভেম্বর) দিবাগত রাতে বিজিবির  কাছে গোপন খবর আসে বেনাপোল বন্দরে ভারতীয় ট্রাক টার্মিনালে ভারতীয় (wb-23c- 0373) নম্বর ট্রাকে আমদানি পণ্যের সঙ্গে ৫টি আগ্নেয়াস্ত্র রয়েছে। পরে কাস্টমস,বন্দর, বিজিবি, পুলিশসহ বিভিন্ন সংস্থার উপস্থিতে ট্রাক  থেকে রাত ৯ টায় পণ্য খালাস শুরু হয়। এসময় একটা ট্রাক থেকে একটি বিদেশি ওয়ান শ্যুটার গান ও দুই রাউন্ড গুলি পাওয়া যায়। এঘটনায় সনিয়া এন্টার প্রাইজের বর্ডারম্যান মিকাইলকে আসামি করে মামলা হয়। পরে পুলিশ আসামিকে আটক করে। তাকে গ্রেফতারের প্রতিবাদে ব্যবসায়ীরা কর্মবিরতির ডাক দেয়।

বেনাপোল সিআ্যান্ডএফ স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মুজিবর রহমান কর্মবিরতির বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, ভারতীয় ট্রাকে অস্ত্র পেয়ে বাংলাদেশি সিঅ্যান্ডএফ কর্মচারীকে আটক এটা ক্ষমতার অপব্যবহার। আটক কর্মচারীকে ছেড়ে না দেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
বিএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।