ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
মাদারীপুরে মানবপাচার চক্রের ৪ সদস্য আটক

মাদারীপুর: মাদারীপুরে আন্তর্জাতিক মানবপাচার চক্রের সঙ্গে জড়িত ও জিম্মি করে মুক্তিপণের টাকা আদায়ের অভিযোগে তিন নারীসহ চার জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

বুধবার (০৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার মিয়ারহাট মৃধাবাড়ি থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার (০৯ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে র‌্যাব এ তথ্য জানায়।

আটকরা হলেন- কালকিনি উপজেলার মিয়ারহাট এলাকার বাসিন্দা হাসেন হাওলাদার (৫৫) ও তার স্ত্রী হেনা বেগম (৫০), ময়না আক্তার (২৮) এবং ময়না বেগম (২৫)।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকিবুজ্জামান বাংলানিউজকে বলেন, লিবিয়াতে মানবপাচার ও জিম্মি চক্রের মূল অভিযুক্ত মিরাজ হাওলাদার। তিনি তার পরিবারের সদস্যদের দিয়ে মুক্তিপণের টাকা আদায় করতেন। এ ঘটনা উদঘাটনে বুধবার রাতে মিয়ারহাটে অভিযান চালিয়ে মিরাজের মা-বাবা, বোন ও ভাবিকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সতত্যা পাওয়া যায়।

এছাড়া মিরাজের ভাবির ব্যাংকের হিসার নম্বর থেকে এই পর্যন্ত ৩০ লাখের অধিক টাকা মুক্তিপণের জন্য জমা দেওয়া হয়েছে বলে জানায় র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।