ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের দণ্ড

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৭ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৭
বদরগঞ্জে ছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে যুবকের দণ্ড

রংপুর: রংপুরের বদরগঞ্জে ইভটিজিং করার অপরাধে শাহীন আলম (২০) নামে এক যুবকের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বদরগঞ্জ মহিলা কলেজের সামনে এ ঘটনা ঘটে। শাহীন শাহাপুর কলেজপাড়ার রফিকুল ইসলামের ছেলে।

জানা যায়, মহিলা কলেজের সামনে এক ছাত্রীকে ইভটিজিং করে শাহীন। এরপর ওই কলেজের ছাত্রী ও শিক্ষকরা এক জোট হয়ে ছেলেটিকে আটক করে পুলিশে সোর্পদ করে।

বিকেলে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাশেদুল হক ইভটিজিংয়ের দায়ে শাহীনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

বাংলাদেশ সময়: ১৮০৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।