বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে বরিশালের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
গ্রামের বাড়ি উজিরপুরের গাববাড়িয়া থেকে বুধবার (৮ নভেম্বর) বিকেলে সুলতান সিকদারের ছেলে নাঈম সিকদারকে আটক করে পুলিশ।
বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, ভিকটিমকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রাখা হয়েছে।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় পাশের বাড়িতে যাওয়ার সময় নাঈম মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করেন। বুধবার দুপুরে ভিকটিমের বাবা নাঈমকে অভিযুক্ত করে উজিরপুর থানায় মামলা করেন।
বাংলাদেশ সময়: ১৮৪৪ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৭
এমএস/আরআর