ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
গাজীপুরে আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন গাজীপুরে আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়াম উদ্বোধন। ছবি: বাংলানিউজ

গাজীপুর: গাজীপুরে প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে (পিটিআই) শহীদ আহসান উল্লাহ মাস্টার অডিটোরিয়ামের উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (১১ নভেম্বর) দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান প্রধান অতিথি হিসেবে অডিটোরিয়ামের উদ্বোধন করেন।

গাজীপুর পিটিআইয়ের সুপারিনটেনডেন্ট মো. হাসানারুল ফেরদৌসের (অতিরিক্ত দায়িত্ব) সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মো. জাহিদ আহসান রাসেল (এমপি), গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মো. রাসেল শেখ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. আমিনুল ইসলাম, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ওয়াজউদ্দিন মিয়া, যুগ্ম সম্পাদক মো. আতাউল্লাহ মন্ডল, সদস্য অ্যাডভোকেট আব্দুল হাদী শামীম প্রমুখ।

অনুষ্ঠান শেষে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭     
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।