ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাধবপুরে আসামির দায়ের কোপে পুলিশ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
মাধবপুরে আসামির দায়ের কোপে পুলিশ সদস্য আহত সহকারী উপ পরিদর্শক (এএসআই) জালাল আহম্মেদ

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলায় পরোয়ানাভুক্ত আসামির দায়ের কোপে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী উপ পরিদর্শক (এএসআই) জালাল আহম্মেদ আহত হয়েছেন।

শনিবার (১১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। পরে আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরোয়ানাভুক্ত আসামি উপজেলার শ্রীধরপুর গ্রামের নূর আলীর ছেলে দুধ মিয়া (৪০)।

হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্য জালাল আহম্মেদ বাংলানিউজকে জানান, ভোরে ফোর্স নিয়ে দুধু মিয়ার বাড়িতে তাকে গ্রেফতার করতে গেলে ওই বাড়ির ৬ থেকে ৭ জন লোক তাদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় দুধু মিয়ার দায়ের কোপে তিনি আহত হন।


তিনি আরও জানান, পুলিশ দুধ মিয়াকে গ্রেফতার করে সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।