ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নতুন ভোটারদের কাছে সরকারের উন্নয়নবার্তা পৌঁছে দিতে হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
নতুন ভোটারদের কাছে সরকারের উন্নয়নবার্তা পৌঁছে দিতে হবে যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে বক্তব্য রাখছেন পলক

নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বর্তমান সরকার দেশে যে উন্নয়ন কাজ করছেন, সেই উন্নয়ন বার্তা নতুন ভোটারদের কাছে পৌঁছে দিতে যুবলীগকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। আগামী নির্বাচন ও আন্দোলনে যুবলীগ কর্মীদের পরীক্ষা দিতে হবে।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে নাটোরের সিংড়া উপজেলায় যুবলীগের ৪৫ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্থানীয় বাসস্ট্যান্ডে আয়োজিত সমাবেশে উপজেলা যুবলীগ সভাপতি শরিফুল ইসলাম শরিফ ও পৌর যুবলীগের সভাপতি সোহেল তালুকদার সভাপতিত্ব করেন।

সমাবেশে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। ২০২১ সাল নাগাদ তিনি বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করবেন।

তিনি আরো বলেন, দেশের ৩০ শতাংশ নতুন ভোটারকে ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। তাদের নৌকায় ভোট দেয়ার আহবান জানিয়ে তিনি বলেন, নৌকাকে বিজয়ী করুন দেশ আরো এগিয়ে যাবে।

সমাবেশে আরো বক্তব্য রাখেন-জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি বাশিরুর রহমান খান এহিয়া চৌধুরী, চৌগ্রাম ইউপি চেয়ারম্যান ও সাবেক উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুর রহমান ভোলা, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রমুখ।

এসময় উপজেলা ও পৌর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে সমাবেশ করে। সমাবেশ শেষে সেখানে ৪৫ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ১১ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।