ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

স্বাস্থ্যকর্মী পলাশ হত্যার বিচার দাবিতে মানববন্ধন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
স্বাস্থ্যকর্মী পলাশ হত্যার বিচার দাবিতে মানববন্ধন মানববন্ধন-ছবি-বাংলানিউজ

যশোর: যশোরের চৌগাছায় কর্মস্থলে নিহত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার ইয়াসির আরাফাত পলাশ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে সহকর্মীরা।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।  

মানববন্ধনে বক্তব্য দেন-উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিনা বেগম, নিহত পলাশের বাবা মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. রাশেদ রাব্বি, ডা. ইয়াসির আরাফাত, ডা. রফিকুজ্জামান, যশোর জেলা উপ-সহকারী স্বাস্থ্য কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন, উপজেলা হেলথ কেয়ার প্রোভাইডার অ্যাসোসিয়েশনের সভাপতি মুক্তার হোসেন প্রমুখ।

 

মানববন্ধনের পর বাদ জোহর হাসপাতাল জামে মসজিদে নিহতের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

মানববন্ধন থেকে দ্রুত পলাশের খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।

গত ২ নভেম্বর উপজেলার যাত্রাপুর কমিউনিটি ক্লিনিকে কর্মরত অবস্থায় খুন করা হয় পলাশকে। ওইদিন সন্ধ্যা ৭টায় পুলিশ কর্মস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ এজহারভূক্ত দুই আসামিসহ তিনজনকে গ্রেফতার করলেও হত্যাকাণ্ডের কোনো ক্লু উদ্ধার করতে পারেনি।  

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ইউজি/আরআর 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।