ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে বোমা সদৃশ্য ২টি বস্তু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
কালীগঞ্জে বোমা সদৃশ্য ২টি বস্তু উদ্ধার বোমা সদৃশ্য ২টি বস্তু

ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাহতাব উদ্দিন কলেজ প্রাঙ্গণ থেকে বোমা সদৃশ্য দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) সকালে কলেজের বিজ্ঞান ভবনের পাশ থেকে বস্তু দুটি উদ্ধার করা হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, কলেজের বিভিন্ন রুম পরিষ্কার করার সময় পরিচ্ছন্নকর্মীরা ময়লা ফেলতে বিজ্ঞান ভবনের পিছনে গেলে সেখানে ২টি কৌটা লাল টেপ দিয়ে মোড়ানো দেখেন।

পরে বস্তু দুটি বোমা ভেবে বালতির পানিতে ভিজিয়ে রাখেন তারা। এসময় খবর পেয়ে পুলিশ গিয়ে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্দার করে।

লাল টেপ দিয়ে মোড়ানো বস্তু দুইটি বোমা নয়। তারপরও পরীক্ষা করে দেখা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।