ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ব্রাহ্মণবাড়িয়ায় ফেনসিডিলসহ মাদক বিক্রেতা আটক

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ১১০ বোতল ফেনসিডিলসহ হিমেল (২০) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে শহরের নয়নপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। হিমেল শহরতলীর বিরাসার গ্রামের বজলু মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার উপ পরিদর্শক (এসআই) নাজমুল আলম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় শহরের নয়নপুর এলাকার একটি ভাড়াটিয়া বাসা থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ হিমেলকে আটক করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।