ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দাবি জানানোর আগেই কৃষকরা সার পেয়ে যায়: শিল্পমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
দাবি জানানোর আগেই কৃষকরা সার পেয়ে যায়: শিল্পমন্ত্রী দাবি জানানোর আগেই কৃষকরা সার পেয়ে যায়

ঝালকাঠি: শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, অন্য সরকারের আমলে বাংলাদেশ কখনও খাদ্যে উদ্ধৃত্ত হতে পারেনি। স্বয়ংসম্পূর্ণতাও অর্জন করতে পারেনি। কিন্তু আজ দেশে কোনো খাদ্যের অভাব নেই। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কৃষকদের সারের দাবি জানাতে হয় না, তার আগেই কৃষকরা সার পেয়ে যায়।

শনিবার (১১ নভেম্বর) দুপুরে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলানায়তনে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এমনকি ২০১৪ সালের নির্বাচনকে বানচাল করার জন্য যেভাবে সারা দেশে তাণ্ডবলীলা চালানো হয়েছিল।

পেট্রোল বোমা মেরে  গণহত্যাসহ, সারা দেশে গাছ কেটে সড়ক অবরোধ করা হয়েছিল। তখনও কৃষকরা সময়মত সার পেয়েছে। ১৯৯৮ সালে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন স্বরণকালের ভয়াভহ বন্যা হয়েছিলো। তখন অনেকে বলেছিলো বহুলোক না খেয়ে মারা যাবে। কিন্তু শেখ হাসিনার দৃঢ়তা একটি লোকও না খেয়ে মারা যায়নি। তখনও কৃষকরা সময় মত সার ওষুধ পেয়েছে।

সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সুলতান হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মো. হামিদুল হক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শেখ আবু বক্কর সিদ্দিকি। সদর উপজেলার ৬৮৪ জন কৃষকের মধ্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

এর আগে ৭০ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে নির্মিত ঝালকাঠির আকলিমা মোয়াজ্জেম মহা বিদ্যালয়ের একাডেমিক ভবনের উদ্বোধন করে শিল্পমন্ত্রী।

এছাড়া একই দিনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের বরিশাল আঞ্চলিক সম্মেলনেরও উদ্বোধন করেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এমএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।