ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবলীগের ২ গ্রুপের শোডাউন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
বদরগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকীতে যুবলীগের ২ গ্রুপের শোডাউন

রংপুর: রংপুরের বদরগঞ্জে যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দুই গ্রুপ পাল্টাপাল্টি শোডাউন করেছে। 

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় যুবলীগের আহ্বায়ক পলিন চৌধুরীর নেতৃত্বে একটি মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, মমতাজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদসহ আরও অনেকে।

 

অন্যদিকে যুবলীগের যুগ্ম আহ্বায়ক শান্তু চৌধুরীর নেতৃত্বে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বড়মিলে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভায় উপস্থিত ছিলেন-উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র উত্তম সাহা ও উপজেলা চেয়ারম্যান ফজলে রাব্বি সুইট।  

এ ব্যাপারে রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক বলেন, দলে কোনো কোন্দল নেই।  

এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসানুল হক চৌধুরী টুটুল জানান, লোক সমাগমেই প্রমাণ করে আমি কতটা জনপ্রিয়।  

বাংলাদেশ সময়: ১৯৪৪ ঘণ্টা, ১১ নভেম্বর ২০১৭
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।