ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

উল্লাপাড়ায় অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
উল্লাপাড়ায় অস্ত্র-গুলিসহ একাধিক মামলার আসামি আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ আরিফুল ইরষার ওরফে আরিফ (৩০) নামে একাধিক মামলার এক আসামিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‌্যাব-১২।

এর আগে ভোরে উপজেলার বড়পাঙ্গাসী মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আরিফ ওই গ্রামের মৃত সাবের প্রমাণিক ওরফে ছাবেরের ছেল।

র‌্যাব-১২ সিরাজগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাফায়াত আহম্মেদ জানান, আটক আরিফের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে বেশক’টি মামলায় গ্রেফতার পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বড় পাঙ্গাসী মধ্যপাড়া মহল্লায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।