ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঢামেক হাসপাতালে নার্সের ওপর হামলার ঘটনায় মামলা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ঢামেক হাসপাতালে নার্সের ওপর হামলার ঘটনায় মামলা

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে মৃত্তিকা (২৮) নামে এক নার্সের ওপর মৃত রোগীর স্বজনদের হামলার ঘটনায় মামলা দায়ের করেছেন হাসপাতালের নতুন ভবনের ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ উদ্দিন।

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা দায়ের করা হয়।

মামলার বাদী ওয়ার্ড মাস্টার মো. রিয়াজ উদ্দিন জানান, দুই জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ থেকে ৫ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলা নাম্বার-২৩।  

মামলায় গ্রেফতাররা হলেন- সামিউল হক ভূঁইয়া সাকিব (১৮) ও শাকিরুল ইসলাম চয়ন (২৩)।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বাংলানিউজকে জানান, সকালে ঢামেক হাসপাতালে এক নার্সের ওপর স্বজনদের হামলার ঘটনায় আটক দুইজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যায় বাহ্মণবাড়িয়া সদর উপজেলা থেকে বিষপানে গুরুতর অসুস্থ অবস্থায় ফাহিম (২৩) নামের এক যুবককে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা। পরে তাকে নতুন ভবনের ৭তলার ৭০১নম্বর ওয়ার্ডে ভর্তি হয়। সেখানে শনিবার সকাল ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত ঘোষণার পরে হাসপাতালে মৃত্তিকা (২৮) নামে কর্তব্যরত এক নার্সের ওপর হামলা করে সাকিব ও চয়নসহ অজ্ঞত চার থেকে পাঁচজন।

** ঢামেক হাসপাতালে নার্সের ওপর হামলার অভিযোগ

বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।