ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
গাজীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষে নিহত ২ গাজীপুরে বাস-ইজিবাইক সংঘর্ষ/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ী বাজার এলাকায় যাত্রীবাহী বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন। 

শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজাবাড়ী বাজার এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন-শ্রীপুর উপজেলার গজারীয়া এলাকার আফাজ উদ্দিন পলানের ছেলে দেলোয়ার হোসেন পলান (৫০) ও গাজীপুর সদর থানার পূর্ব নয়নপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে নিজাম উদ্দিন (৪৮)।

তারা দুইজনই ওই এলাকার ব্যাবসায়ী ছিলেন।  

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসিন হোসাইন জানান, রাজাবাড়ী বাজার এলাকায় ঢাকা-কাপাসিয়া সড়কে বাস-ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে নিজামের মৃত্যু হয়। এসময় আহত হন আরও চারজন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে দেলোয়ার মারা যান। অন্যদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।  

তিনি আরও জানান, ঘটনার পর চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে। নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭     
আরএস/ওএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।