ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু

রংপুর: রংপুরের বদরগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত গিয়াস উদ্দিন (৭০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

শনিবার (১১ নভেম্বর) বিকেলে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে মারা যান তিনি।  

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পৌর শহরের সিও রোড পারাপারের সময় একটি ভটভটি গিয়াস উদ্দিনকে চাপা দেয়।

গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রমেক হাসপাতালে নেওয়া হয়।

দামোদরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল হক বাংলানিউজকে বলেন, দামোদরপুর ইউনিয়নের গোপালপুর ময়মনসিংহপাড়ার সোবহান শেখের ছেলে।  

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।