ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবার আগে প্রাধান্য পাবে দেশ ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৭
‘সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সবার আগে প্রাধান্য পাবে দেশ ’ বক্তব্য রাখছেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন

মৌলভীবাজার:  জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বলেছেন, সংবাদ পরিবেশন করার ক্ষেত্রে সাংবাদিকদের সবার ঊর্ধ্বে তার দেশকে প্রাধান্য দিতে হবে। দেশপ্রেম নিয়ে সাংবাদিকতা করতে হবে। তবেই নিরপেক্ষ সাংবাদিকতা করা সম্ভব।

শনিবার (১১নভেম্বর) রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে সদ্য প্রয়াত সভাপতি গোপাল দেব চৌধুরীর প্রয়ানে শোকাঞ্জলি  "স্মরণ ও মনন"  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শ্রীমঙ্গল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইদ্রিস আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা রিপোর্টারস ইউনিটির সভাপতি শাখাওয়াত হোসেন বাদশা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ,জাতীয় প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ইলিয়াস খান, সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া এসোসিয়েশন এর সভাপতি জাহিদুজ্জামান ফারুক,সাবেক আইজিপি মালিক খসরু, সাংবাদিক নেতা রিয়াজ চৌধুরী, যুগান্তরের অনুসন্ধানী প্রতিবেদক নেছারুল হক খোকন, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার খন্দকার আশফাকুজ্জামান, ইউএনও মোবাশশেরুল ইসলাম,  প্রমুখ।

এর আগে সন্ধ্যায়  শ্রীমঙ্গল প্রেসক্লাব ভবন বর্ধিতায়ন ও আধুনিকায়ন কাজের শুভ উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

বাংলাদেশ সময়: ০১৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।