ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মনপুরার হাজিরহাট বাজারে আগুন, ১০ দোকান পুড়ে ছাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
মনপুরার হাজিরহাট বাজারে আগুন, ১০ দোকান পুড়ে ছাই মনপুরার হাজিরহাট বাজারে আগুন, ১০ দোকান পুড়ে ছাই

ভোলা: ভোলার মনপুরা উপজেলার হাজিরহাট বাজারে দুই দফা আগুন লেগে অন্তত ১০টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। 

শনিবার (১১ নভেম্বর) দিনগত রাত ২টা এবং রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।  

স্থানীয়রা জানান,  রাতে হাজিরহাট বাজারের একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে চারপাশে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মনপুরা ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। পরে সকাল সাড়ে ৭টার দিকে আবার একটি বেকারির দোকান থেকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে অন্তত ১০টি দোকান পুড়ে যায়।  

বাংলাদেশ সময়: ০৯১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।