ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিংড়ায় অটোরিকশা খালে পড়ে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
সিংড়ায় অটোরিকশা খালে পড়ে জেএসসি পরীক্ষার্থীর মৃত্যু

নাটোর: নাটোরের সিংড়া উপজেলায় ব্যাটারি চালিত অটোরিকশা খালে পড়ে শাওন হোসেন (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

রোববার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার লালোর ইউনিয়নের গোপেন্দ্রনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শাওন উপজেলার কাপালিপাড়া গোবিন্দপুর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।

সে এবার হামিরঘোষ উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিচ্ছিলো।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে শাওনসহ কয়েকজন জেএসসি পরীক্ষার্থী অটোরিকশায় করে সিংড়ার দমদমা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে যাচ্ছিল। পথে গোপেন্দ্রনগর এলাকায় রাস্তা খারাপ থাকায় অটোরিকশাটি উল্টে পাশের খালের পানিতে পড়ে যায়। এসময় অন্য শিক্ষার্থীরা উঠে আসতে পারলেও শাওন অচেতন হয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয় লোকজন শাওনকে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।