ঢাকা, শনিবার, ৩ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নিখোঁজ মুবাশ্বারের সন্ধানের দাবিতে ঢাবিতে মানববন্ধন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
নিখোঁজ মুবাশ্বারের সন্ধানের দাবিতে ঢাবিতে মানববন্ধন নিখোঁজ মুবাশ্বারের সন্ধানের দাবিতে ঢাবিতে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুবাশ্বার হাসান সিজারের সন্ধানের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) মানববন্ধন করেছে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১২ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন করা হয়।

'শিক্ষক বন্ধু ও স্বজন' ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে সিজারের বোন তামান্না তাসমিন বলেন, ‘আমি আমার ভাইকে ফিরিয়ে পেতে চাই। এ সময় তিনি প্রমাণ ছাড়া তার ভাইকে নিয়ে গল্প না বানানোর অনুরোধ করেন। ’

ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, ‘মানুষ রাষ্ট্র বানায় নিরাপত্তার জন্য। কিন্তু এ রাষ্ট্রে যুদ্ধাপরাধীর বিচার হয়েছে। সিজারের যদি কোনো দোষ থাকে তার বিচার না করে কেন নিঃশেষ করে দিতে হবে। এ রকম যারা নিখোঁজ থেকে ফিরে এসেছে তারাও অজ্ঞাত কারণে চুপ রয়েছেন। এ নীরবতার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। আমাদের সবাইকে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলতে হবে। ’

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৭
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।